আলোঘর প্রকাশনা

বই মানব সমাজের অন্যতম সম্পদ যা মানুষকে আলোকিত করে । ‘আলোকিত বাংলাদেশ’ গড়তে সৃজনশীল ও মানসম্মত বই মুদ্রণ ও প্রকাশ এবং বই পড়তে মানুষকে উদ্ভুদ্বকরণ ও এলক্ষ্যে তাঁদের হাতে বই পৌছে দেয়ার প্রত্যয়ে ২০১৪ সালে ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট-দিশার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী জনাব মো. সহিদ উল্লাহ এর নিবেদিত উদ্যোগে ‘আলোঘর প্রকাশনা’ প্রতিষ্ঠা লাভ করে।

‘আলোঘর প্রকাশনা’ নতুন লেখকদের সৃজনশীল-মানসম্মত লেখাসমৃদ্ধ পান্ডুলিপি সংগ্রহ করে নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে বই মূদ্রণ ও প্রকাশ করে। পাশাপাশি দেশী/বিদেশী প্রথিতযশা লেখকদের সৃজনশীল ও রাষ্ট্র/সমাজহিতকর বই প্রকাশ করে। ‘আলোঘর প্রকাশনা’ প্রতিষ্ঠা হতে এঅব্দি ১৫০টি বই প্রকাশ করেছে যেগুলো ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, স্বাস্থ্য ও চিকিৎসা, গবেষণাধর্মী এবং শিশুতোষ বই ইত্যাদি।




‘পাঠকের জন্য বই’ সহজলভ্য করতে ‘আলোঘর প্রকাশনা’ ঢাকার বাংলাবাজার, কনকর্ড টাওয়া-কাটাবন, বর্ধিত পল্লবী-মিরপুরে ৩টি বিক্রয়-কেন্দ্র স্থাপন করেছে। এর পাশাপাশি ‘আলোঘর প্রকাশনা’ পাঠকবান্ধব কার্যকর ওয়েভসাইট www.alogharprakashana.com এর মাধ্যমে পাঠক ও লেখক সম্পৃক্ত।