দুজনে


বই : দুজনে
আইএসবিএন নং : ৯৭৮-৯৮৪-৩৪-০০৯৬-৩
প্রকাশ কাল : ডিসেম্বর ২০১৫
মূল্য : ১৬০ টাকা
বইয়ের ধরন : উপন্যাস
লেখক :  ইমদাদুল হক মিলন
বই সংক্ষেপ :  

আইভির মুখে এখন কোনও প্রসাধন নেই। কেবল ঠোঁটে লিপস্টিক। লাল টুকটুকে লিপস্টিক। কী রকম ভেজা ভেজা। সেই ঠোঁটের দিকে তাকিয়েও শরীরের ভেতরটা কী রকম কাঁটা দিয়ে উঠল অলির।
আইভি বলল, কী হলো?
কী?
তুমি কী খুব আনমনা হয়ে আছো?
অলি  ম্লান হেসে বলল, না তো।
তাহলে কথা বলছো না কেন?
আইভি আবার  গ্লাসে চুমুক দিল। তার দেখাদেখি অলিও। কী আশ্চর্য গ্লাসে চুমুক দিয়ে হুইস্কির পরিবর্তে আইভির শরীর থেকে আসা পাগল করা একটা পারফিউমের গন্ধ পেল অলি। পার্টিতে যে গন্ধটা ছিল আইভির গায়ে, এখন আর সেটা নেই। এটা অন্য পারফিউমের গন্ধ এবং গন্ধটা বোধহয় রাত্রিকালীন। বিছানায় যাওয়ার আগে ব্যবহার করার।
হবে হয়তো। গন্ধটার ভেতর কী যেন একটা আছে। শরীরের খুব গোপন কোথাও নাড়া দেয়। মাথার ভেতর টলমল করে ওঠে হুইস্কির চেয়েও তীব্র কোনও নেশা।
কী সেই নেশা!
এক চুমুকে অনেকটা হুইস্কি খেল অলি। তারপর অপলক চোখে আইভির দিকে তাকিয়ে বলল, তোমাকে চমৎকার লাগছে আইভি।
কথাটা এমন ভাবে বলল, মনে হলো না এটা অলিই বলছে। অন্য কোনও একজন পুরুষ অলির কণ্ঠ দিয়ে বলিয়ে নিল। চিরকালীন নারী সৌন্দর্যের প্রশংসা।
আইভি হেসে বলল, তুমি আরও খাও অলি। আরও খাও।
কেন?
খেলে চোখ খুলে যায় তোমার। মন খুলে যায়। তুমি খুব স্মার্ট হয়ে ওঠো। এট্রাকটিভ হয়ে ওঠো। আর না খাওয়া অবস্থায় তুমি খুবই অর্ডিনারি এক যুবক। চোখে লাগে না।